আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল হোসেন (২৮) দুই মাস আগে তার
মালিকানাধীন একটি ইজিবাইক চুরি যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চঞ্চল
হোসেন একই গ্রামের জামাল হোসেনের ছেলে রবিউল ইসলামের সঙ্গে সেই চুরি হওয়া ইজিবাইক নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।
প্রাথমিকভাবে কথার লড়াই শুরু হলেও কিছু সময়ের মধ্যেই
উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রবিউল ইসলাম, তার ভাই বিল্লাল হোসেনসহ কয়েকজন মিলে ধারালো
ছুরি দিয়ে চঞ্চল হোসেন ও তার পিতা মধু গাজীকে আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয়রা আহতদের চিৎকার শুনে দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে
নেওয়ার কিছুক্ষণ পর সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চঞ্চল হোসেন মারা যান। গুরুতর আহত তার পিতা মধু গাজী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় হামলাকারী পক্ষের রবিউল ইসলামও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
খবর পেয়ে যশোর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন যশোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)।
ওসি বলেন, “ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নিহত চঞ্চল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। পাড়া-প্রতিবেশীদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।