জীবননগর অফিস:-
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুলশানে ডেলিগেশন অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ–এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচনকে ঘিরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,নির্বাচনী পরিবেশ,লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন,বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে যে তারা নিরপেক্ষ নয়।সরকারের নিয়োগকৃত নির্বাচন কমিশনও নিরপেক্ষ আচরণ করছে না বলে জাপা মনে করে।দেশের নিবন্ধিত বৃহৎ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও জাতীয় পার্টিকে নির্বাচন কমিশন কোনো আলোচনা বা পরামর্শে আমন্ত্রণ জানায়নি, যা গুরুতর অসঙ্গতি। সারাদেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এবং সকল দলের জন্য সমান অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।সুষ্ঠু, অবাধ, ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশও অনুপস্থিত বলে দলটির পক্ষ থেকে অভিমত জানানো হয়।
জাতীয় পার্টির পক্ষ থেকে আরও বলা হয়, দেশবাসী একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং এ ক্ষেত্রে সরকারের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।
জিএম কাদের ছাড়াও জাতীয় পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন-শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব,জাতীয় পার্টি মেজর (অব.) মোঃ মাহফুজুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা
ডেলিগেশন অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ প্রতিনিধি-সেবাস্তিয়ান রিগার-ব্রাউন, ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক),বাইবা জারিনা,ডেপুটি হেড অব ডেলিগেশন; প্রধান, রাজনৈতিক–অর্থনৈতিক–বাণিজ্য–প্রেস ও তথ্য বিভাগ।ইইউ প্রতিনিধি দল জাতীয় পার্টির নেতাদের কাছ থেকে নির্বাচনী পরিবেশের সার্বিক অবস্থা,অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি, মাঠপর্যায়ের চ্যালেঞ্জসহ রাজনৈতিক দলের প্রত্যাশা ও উদ্বেগ সম্পর্কে মতামত জানতে চান।বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনের প্রেক্ষাপটে পর্যবেক্ষকের ভূমিকা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং নির্বাচনের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির বিষয়ে তাদের আগ্রহ পুনর্ব্যক্ত করে। তারা বলেন, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক,শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনই ইউরোপীয় ইউনিয়নের প্রত্যাশা।