আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর সুচনা করা হয়।
সকাল সাড়ে ৭ টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরের স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথিন্দ্রনাথ রায় ও জেলা পুলিশ সুপার মাহফুজ আলফাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পরে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সভাপতি এম. রবিউল ইসলাম রবি,
সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদি ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ সরকারি দপ্তর, বেসরকারি,স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়াও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ,জেলা শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।