কালীগঞ্জে দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামী গ্রেফতার

অপু দাস,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের কালীগঞ্জে হালিমা খাতুন (৩২) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তার মাদকাসক্ত স্বামী। মঙ্গলবার (১৬ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়ায় এ ঘটনাটি ঘটে। মাদকাসক্ত ওই স্বামীর নাম হানিফ আলী। হালিমার দুই মেয়ে রয়েছে। হালিমা আড়পাড়ার একটি ভাড়া বাসায় দুই মেয়েকে নিয়ে থাকতো।
স্থানীয়রা জানান, হালিমা খাতুনের দুই মেয়ে নিয়ে আড়পাড়ায় ভাড়া বাসায় থেকে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো। তার স্বামী হানিফ আলাদা থাকতো কিন্তু প্রায়ই এসে হালিমাকে মারধর করতো। গেল দুই সপ্তাহ আগেও তাকে মারধর করে। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার কওে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার দুপুরে একইভাবে তার বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেয়। এসময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে এবং মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশের কছে তুলে দেয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালিদ হাসান জানান, হালিমার গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চিকিৎসার পর্যাপ্ত সাপোর্ট এখানে না থাকায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন ঘটনার সতত্য স্বিকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত হানিফকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *