জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও বাড়ি বাড়ি ভোট প্রার্থনা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু খানের পক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েন ও যুবদল নেতা সরোয়ার হোসেনের নেতৃত্বে ৩নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ,দলীয় কর্মী ও সমর্থকরা একত্রে সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ দেশের গণতন্ত্র,ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তারা জনগণের দোরগোড়ায় গিয়ে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
স্থানীয় নেতারা আরও বলেন, সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।
তারা আশা প্রকাশ করেন, এলাকার ভোটাররা সঠিক সিদ্ধান্ত নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।
এ সময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার গণসংযোগে অংশগ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত প্রকাশ করেন।