জীবননগর বাসস্ট্যান্ডে স্বামী যায় ফার্মেসীতে ওষুধ কিনতে স্ত্রী-সন্তান গেল উধাও হয়ে থানায় স্বামীর জিডি

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক
নারী ও তাঁর চার বছর বয়সী শিশু সন্তান। নিখোঁজ ওই নারী ঝিনাইদহের মহেশপুর
উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর গ্রামের তারিক হোসেনের স্ত্রী সাথী খাতুন (২৩) এবং তাঁর পুত্র সোইয়াফ হোসেন (৪)। এ ঘটনায় নিখোঁজদের স্বামী ও পিতা তারিক হোসেন জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তারিক
হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে চুয়াডাঙ্গার দর্শনায় একটি ক্লিনিকে চিকিৎসা করাতে যান।

চিকিৎসা শেষে দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ি ফেরার পথে তারা জীবননগর বাসস্ট্যান্ডে পৌঁছান। এ সময় স্ত্রী ও শিশুকে বাসস্ট্যান্ডে বসিয়ে রেখে ওষুধ কেনার জন্য কাছের একটি ফার্মেসিতে যান তারিক হোসেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান,স্ত্রী ও সন্তান সেখানে আর নেই।

এরপর বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি থানায় জানানো হয়।

নিখোঁজ সাথী খাতুনের স্বামী তারিক হোসেন জানান,স্ত্রীর অসুস্থতার কারণে আমরা দর্শনায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম। চিকিৎসা শেষে জীবননগর বাসস্ট্যান্ডে এসে ওষুধ কিনতে গেলে ফিরে এসে দেখি স্ত্রী ও ছেলে উধাও।

অনেক জায়গায় খুঁজেও তাদের পাইনি। স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনে মাঝেমধ্যে সংযোগ পাওয়া গেলেও অধিকাংশ সময় বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান,এই ঘটনায় বুধবার (১৭ ডিসেম্বর) তিনি জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তবে ঘটনার ব্যাপারে এলাকাবাসীর ধারণা পরকীয়া প্রেমের সম্পর্কের টানে গৃহবধূ অজানা ঠিকানায় পাড়ি দিতে পারে। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করে
বলেন,নিখোঁজ নারীর স্বামী তারিক হোসেন থানায় একটি জিডি করেছেন। বিষয়টি
গুরুত্বসহকারে নিয়ে পুলিশ অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তাদের উদ্ধার করা গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এদিকে স্ত্রী ও শিশু সন্তানের নিখোঁজের খবরে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *