শৈলকুপায় এনসিপি প্রার্থীর পথসভা শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ

অপু দাস,ঝিনাইদহ প্রতিনিধি:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ধারাবাহিক পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট লাবাবুল বাশার। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়াগঞ্জ বাজার,বারইপাড়া ও হাবিবপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভাগুলোতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে গাড়াগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভায় ব্যাপক জনসমাগম ঘটে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট লাবাবুল বাশার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শৈলকুপার মানুষ শাপলা কলি প্রতীকে ভোট দিলে এনসিপি শুধু এই উপজেলাতেই নয়, সারা বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

তিনি আরও বলেন, “আমি এনসিপির প্রার্থী হিসেবে আপনাদের মাঝে কৃষক-শ্রমিকের কথা নিয়ে এসেছি, তরুণ সমাজ ও নারীদের অধিকার আদায়ের বার্তা নিয়ে এসেছি। আমি নিজেও একজন কৃষকের সন্তান। সেই কৃষকের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের প্রতীক হিসেবেই শাপলা কলি প্রতীক নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি।”

নিজেকে শৈলকুপাবাসীর সন্তান উল্লেখ করে তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। সেই সন্তানকে সামনে এগিয়ে নেওয়া এবং নেতৃত্বে প্রতিষ্ঠিত করা আপনাদেরই দায়িত্ব। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে একটি নতুন সংবিধান প্রণয়নের পথে দেশ এগিয়ে যাবে। হ্যাঁ ভোট মানেই সমাধানের পথ, সম্ভাবনার পথ এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সূচনা।”

পথসভায় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষকের ন্যায্যমূল্য না পাওয়া, বেকারত্ব, নারীদের নিরাপত্তা ও তরুণদের কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে এনসিপির রাজনৈতিক দর্শন ও কর্মসূচির কথা জনগণের সামনে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির শৈলকুপা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাশেদ আহমেদ নবাব, দলীয় সদস্য আব্দুর রহিম, জিল্লুর রহমান, মিটুল হোসেনসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। পথসভা শেষে প্রার্থী ও নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চেয়ে গণসংযোগ করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী মাঠে এনসিপির এ ধরনের ধারাবাহিক পথসভা শৈলকুপার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *