বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় মাদকাসক্তির কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গণসচেতনতামূলক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), চুয়াডাঙ্গা প্রাঙ্গণে এ সভা-সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকাসক্তির বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্তি অপরাধ, সামাজিক অবক্ষয় ও অর্থনৈতিক দুরবস্থার অন্যতম প্রধান কারণ।
জেলা প্রশাসক আরও বলেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভা ও সেমিনারে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,চুয়াডাঙ্গার কর্মকর্তাবৃন্দ,জেলা পুলিশের প্রতিনিধি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা।
বক্তাগণ তাঁদের বক্তব্যে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তাঁরা একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।