জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, কার্যকর ও জনবান্ধব করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ,অপরাধ প্রতিরোধ ও প্রশাসনিক কার্যক্রম জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির পাশাপাশি আদালত সহায়তা কমিটি,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি,মানব পাচার প্রতিরোধ কমিটি,চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি,অনিষ্পন্ন চোরাচালান মামলাসমূহ বিষয়ে মনিটরিং সেল,জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলা আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার,উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ,উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা মাদক,চোরাচালান,মানব পাচার,সড়ক দুর্ঘটনা,কিশোর গ্যাং ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। পাশাপাশি নিয়মিত মনিটরিং,আন্তঃদপ্তর সমন্বয় বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে প্রশাসনের নিবিড় যোগাযোগ বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়।সভায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।