আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ ফোরামের আয়োজনে শহরতলীর পাশে একটি আম বাগানে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে অধ্যক্ষ মহব্বত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আব্দুল মজিদ, বি,এম,ডি,সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, ঝিনাইদহ ফোরামের সভাপতি ডা. মোঃ সাইফুল ইসলাম, ডা. এ কে এম কামাল, নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাড. আলাউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান,ডা.সোহেল,ডা.আব্দুর রহমান, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আবু বক্কর সিদ্দিকী, উপাধ্যক্ষ মিজানুর রহমান,জজ কোর্টের জিপি মোকাররম হোসেন, প্রফেসর আবু তাহের,সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, শিক্ষাবোর্ড কর্মকর্তা খুরশিদ মল্লিক,প্রকৌশলী আসাদ, সাংবাদিক সাইফুল মাবুদ সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ,প্রকৌশলী,আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার তাৎপর্য এবং দেশ গঠনে সম্মিলিত ভূমিকার ওপর আলোচনা করা হয়। বক্তাগণ বিজয় দিবসের আদর্শকে ধারণ করে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। বক্তাগণ বলেন জেলা শহরে অবিলম্বে যানজট নিরসন,শহরে পাবলিক টয়লেট নির্মাণ, ঝিনাইদহ শহরতলীর নবগঙ্গা, ইছামতি,কপোতক্ষ,চিত্রা নদী সহ সকল নদী সংস্কারের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।