কোটচাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি আটক

অপু দাস,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের কোটচাঁদপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ভারতীয় (৪)বোতল নতুন মাদক WIN CEREX COUGH SYRUP সহ মো,তরিকুল ইসলাম (৪৫) এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। সে ঝিনাইদহ সদর থানার খাজুরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মো,আব্দুল হাশেম জানান,(১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুরে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে মডেল থানাধীন কাগমারী মোড় (বটতলা) আয়েশা টি স্টলের মালিক শুকুর আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এস আই আশীষ দাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করাকালীন মহেশপুর দিক থেকে কোটচাঁদপুরের দিকে আশা মোটরসাইকেলটিকে থামার জন্য সিগন্যাল দিলে চালক না থামিয়ে ইউটার্ন করে আবার মহেশপুরের দিকে চলে যাওয়ার সময় পিছনে বসে থাকা ব্যক্তি ঘটনাস্থলে পড়ে যায়।

এ সময় তার কাছে পালানের কারণ জানতে চাইলে সে কোনও সন্তোষজন জবাব দিতে না পারা এবং তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় সে সময় তার দেহ তল্লাশি করে ৪ বোতল অবৈধ মাদক WIN CEREX COUGH SYRUP উদ্ধার করা হয়। পরে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

কোটচাঁদপুর মডেল থানার তদন্ত (ওসি) এনায়েত হোসেন জানান, ডিবি পুলিশ বাদি হয়ে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা করেছেন।যার নাম্বার ৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *