জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের এক মানসিক ভারসাম্যহীন এক গৃহবধু নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকুন্ডু পুরাতন পাড়ার সালাউদ্দিনের মেয়ে মুন্নী খাতুন(২২) নানা রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এমতাবস্থায় স্বামীকে নিয়ে পিতামাতার বাড়িতেই জীবনযাপন শুরু করেন। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন চিকিৎসকের নিকট নিয়ে চিকিৎসা করিয়ে কোন ভাবে সুস্থ করতে পারিনি। এ অবস্থায় গৃহবধু মুন্নী খাতুন বাড়ির সকলের অজান্তে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
আান্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মহাসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমার জানামতে মেয়েটি অসুস্থজনিত কারণে আত্মহত্যা করেছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।