জীবননগর অফিস:-
জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা,ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় সর্বদলীয় ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি পরিচালনা করেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোখলেছুর
রহমান রিমন। এতে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা খেলাফত মজলিসের সাধারণসম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের আল মাহমুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের
সদস্যসচিব ইখলাছুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের
সভাপতি রিংকু,সাধারণ সম্পাদক ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করে বলেন,ওসমান হাদির ওপর হামলা শুধু ব্যক্তিগত হামলা
নয়; এটি দেশের স্বাধীনতা,গণতন্ত্র ও ন্যায্য নির্বাচনের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা বলেন,বারবার হামলার হুমকি থাকা সত্ত্বেও তাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ওসমান
হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়ার পর তাকে
এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গতসোমবার সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
বক্তারা ওসমান হাদির হত্যার সঠিক তদন্ত নিশ্চিত করে দ্রুত বিচার কার্যকর করার
আহ্বান জানান।