মহেশপুর সীমান্তে বিজিবির কঠোর অভিযান ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার,নারী ও শিশুসহ ৪ বাংলাদেশি আটক

শহিদুল ইসলাম,মহেশপুর সংবাদদাতা:-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে কঠোর অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। পৃথক অভিযানে ২৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং অবৈধভাবে ভারত যাওয়ার সময় নারী ও শিশুসহ মোট চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, বুধবার (১৭ ও ১৮ ডিসেম্বর) দিন ও রাতে মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা লড়াইঘাট, খোসালপুর ও শ্রীনাথপুর বিওপি সীমান্তে বিশেষ টহল ও নজরদারি পরিচালনা করে বিজিবির সদস্যরা। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে গেলে মাদক বহনের আলামত পাওয়া যায়। অভিযানে কোনো ব্যক্তিকে আটক করা না গেলেও অপরিচিত ব্যক্তিদের ফেলে যাওয়া ২৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই অঞ্চলে অবৈধভাবে ভারত যাওয়ার সময় চারজন বাংলাদেশিকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে তিনজনকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তবে মানবিক বিবেচনায় একজন নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থা, যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

৫৮ বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।

সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ বিজিবির এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *