জীবননগর অফিস:-
হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ ডিসেম্বর) সকাল ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মকবুল হাসান। তিনি বলেন,উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাই প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায় থেকেই এসব অ-সংক্রামক রোগ শনাক্ত ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন, ডা. শৌভিক রায় এবং সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান। এছাড়া উপস্থিত ছিলেন লজিস্টিক অফিসার মো. রাশেদুজ্জামান, ফিল্ড মনিটরিং অফিসার মো. মাহফুজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।
প্রশিক্ষণে বক্তারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগ সম্পর্কিত ঝুঁকির কারণ, রোগ শনাক্তকরণ পদ্ধতি, নিয়মিত রক্তচাপ ও রক্তের গ্লুকোজ পরিমাপের গুরুত্ব, রোগীদের সচেতনতা বৃদ্ধি এবং সঠিক চিকিৎসা নির্দেশনা প্রদানের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। 
পাশাপাশি সরকারি এ কর্মসূচিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণে জীবননগর উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) এবং কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও জনগণের কাছে সহজলভ্য করার অঙ্গীকার ব্যক্ত করেন।