দেশনেত্রীর বিদায়ে ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে জামায়াত আমিরের শোক স্বাক্ষর

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

দেশ হারিয়েছে তার আপসহীন কাণ্ডারিকে।, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো শোকে স্তব্ধ ঝিনাইদহ। নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে এক নজিরবিহীন ভ্রাতৃত্ববোধের দৃশ্য দেখল জেলাবাসী।

শুক্রবার বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইতে স্বাক্ষর করতে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির আলী আজম মোঃ আবু বকর।

সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ।

আলী আজম মোঃ আবু বকর (জেলা আমির জামায়াতে ইসলামী) বলেন- “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর চলে যাওয়া দেশের রাজনীতির এক অপূরণীয় ক্ষতি।” 

শোক বইতে স্বাক্ষর শেষে জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে শোক বিনিময় করেন। সেখানে উপস্থিত সাধারণ নেতাকর্মীদের চোখে ছিল অশ্রু। অ্যাডভোকেট এম এ মজিদ জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই শোকের মুহূর্তে দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যই আমাদের শক্তি।

স্বাক্ষর অনুষ্ঠানে জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। কার্যালয়ের সামনে জড়ো হওয়া হাজারো মানুষের মুখে ছিল প্রিয় নেত্রীর স্মৃতিচারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *