জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার (হ্যাচারি) এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের পুত্র মোখলেছুর রহমান রুমেল (৩২)।
অভিযানকালে তার হেফাজত থেকে একটি ইলেকট্রিক শকার, একটি ব্যাটন (হাতলাঠি), দুইটি ছুরি, তিনটি চাপাতি এবং পাঁচটি হাসুয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত জীবননগর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পেনাল কোড ১৮৬০ এর ৩৯৩ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান রুমেল ছাড়াও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *