জীবননগরে হাসাদহে পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতা

মাধবপুরের শফিকুল ইসলামের প্রথম স্থান অর্জন
জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত  মাধবপুর–মমিন মাঠে এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাধবপুর গ্রামের শফিকুল ইসলাম।

রোববার(১১ জানুয়ারি) দুপুর দুইটার দিকে পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠিত এ দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগতরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি সন্ধ্যা পর্যন্ত চলে এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতার ফলাফলে প্রথম স্থান অর্জন করেন মাধবপুর গ্রামের কৃষক শফিকুল ইসলাম। দ্বিতীয় হন আন্দুলবাড়ীয়া গ্রামের আকাশ হোসেন, তৃতীয় খয়েরহুদা গ্রামের শফিকুল ইসলাম, চতুর্থ আন্দুলবাড়ীয়া গ্রামের আন্বার এবং পঞ্চম স্থান অধিকার করেন মদনা গ্রামের জয়নাল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসাদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুর রহমান মেম্বার। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাসাদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাদহ ইউনিয়নের দুই  নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান আছু,সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান চুনু, সাধারণ সম্পাদক আনিচুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসাদহ ইউনিয়ন কৃষক দলের নেতা কামাল হোসেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবির হাসান জুয়েল, যুবদল নেতা নাজিরুল ইসলাম ও সোহেল রানা,স্বেচ্ছাসেবক দলের নেতা মইদুল,লাজুক, জাবিরসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিযোগিতা উপভোগ করতে মাধবপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও বিনোদনকে ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *