জীবননগর অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পৃথক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত শনিবার ও রোবার( ১০ ও ১১ জানুয়ারি) ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর ও মহেশপুর উপজেলার বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, শনিবার(১০ জানুয়ারি) রাত ৮.১৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবনগর উপজেলার মেদিনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬২/৯-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের মোঃ মামুনের আম বাগানে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মেদিনীপুর বিওপি ক্যাম্পের হাবিলদার মোঃ আখের আলীর নেতৃত্বে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন রাত সাড়ে ৮ টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/২-এস থেকে প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর মাঠের একটি কলা বাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্যাম্পের হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে রোবার(১১ জানুয়ারি) রাত একটার মিনিটে মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের শফিকুলের আম বাগানের পাশে অভিযান চালানো হয়। অভিযানে হাবিলদার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন ভোর ৫.২০ মিনিটে জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩-এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের পাকা রাস্তার পাশে আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার মোঃ নাসির হোসেনের নেতৃত্বে পরিত্যক্ত অবস্থায় ২০৫ বোতল ভারতীয় মাদক সিরাপ (উইন সেরেক্স ও ফেয়ারডিল) উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমাদাদুর রহমান জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।