মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

শহিদুল ইসলাম,মহেশপুর সংবাদদাতা:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আজাদুর রহমান আজাদ (২০) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নাটিমা এলাকার ‘হিদের গাড়ি আইস ফ্যাক্টরি’ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদুর রহমান আজাদ মহেশপুর উপজেলার বগা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি স্থানীয় সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় আজাদ মোটরসাইকেলযোগে যাদবপুর এলাকা থেকে নিজ বাড়ি বগা গ্রামে ফিরছিলেন। পথে নাটিমা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। সহপাঠীরা জানান, আজাদ একজন ভদ্র ও মেধাবী ছাত্র ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *