জীবননগর অফিস:
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে সংগঠনের সকল পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জীবন নগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ হোসেন ও সদস্য সচিব সুমন বিশ্বাস সাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ও পৌর পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের একাধিক দায়িত্বশীল নেতা জানান, দলের অভ্যন্তরীণ তদন্ত ও পর্যালোচনার পর আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতেই তাকে বহিষ্কার এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ডে নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে দ্রুত সময়ের মধ্যে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এতে ত্যাগী, সৎ ও নিষ্ঠাবান নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়।
দলীয় নেতারা বলেন, স্বেচ্ছাসেবক দল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। দলের নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সিদ্ধান্তের ফলে জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মীরা।