আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উব্দোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উব্দোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। সেসময় পুলিশ সুপার মাহফুজ আফজাল, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবির, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত। ৩ দিন ব্যাপী এই মেলায় সরকারি দপ্তর ছাড়াও কৃষি উদ্যোক্তাদের মোট ১৮ টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে কৃষি ও কৃষকের ফসল উৎপাদনের জন্য আধুনিক সব প্রযুক্তি ছাড়াও কৃষকদের উৎপাদিত উন্নত ও হাইব্রীড জাতের নানা ফসল প্রদর্শন করা হয়। যেখানে প্রযুক্তির ব্যবহার ও ফলসের চাষাবাদ সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।