কোটচাঁদপুরে ‎ব্লাড ব্যাংকের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নতুন কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
‎”হাসি মুখে রক্তদান, বাচঁতে পারে লক্ষ প্রাণ “ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন কমিটি ঘোষণা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার বিকাল ৩ টার সময় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে সাবেক সভাপতি মাস্টার মশিউর রহমান’র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলিম’র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, পরিচালক ও হরিণদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক, সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন, সভাপতি মিলন আহমেদ, প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মেহেদী হাসান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, জযেন্ট সেক্রেটারি শওকত আলী অঙ্কুরসহ কমিটির সদস্যবৃন্দ।
‎বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য । তাই যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থেকে রক্তের প্রয়োজন হয় তখন রোগীর পরিবারের লোকজন হতাশাগ্রস্থ হয়ে পড়ে তখন রক্ত পেয়ে রোগীর বেঁচে থাকার দিশা পায়। ‎তাই সকলকে রক্ত দান করতে এবং উৎসাহ প্রদান করার আহবান জানান।
‎কোটচাঁদপুর ব্লাডব্যাংকের থিম ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয় এবং প্রোগ্রাম শেষে ব্লাডব্যাংকের বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *