জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ৫১ সদস্য বিশিষ্ট ইনসাফ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে জামিরুল ইসলামকে এবং সহকারী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ।
কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার(১৩ জানুয়ারি) সন্ধ্যার পর ২ নং ওয়ার্ডের মাধবপুর–মমিনপুরে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মাধবপুর ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতি শামিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম। তিনি বলেন, ইনসাফ কমিটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, অন্যায় প্রতিরোধ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম। এছাড়াও বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আকতারুজ্জামান, সেক্রেটারি লাল্টু মিয়া, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম শিমুল এবং দুই ইউনিটের সভাপতি মাওলানা ইসমাইল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইনসাফ কমিটির মাধ্যমে এলাকায় নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত হবে। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ৫১ সদস্য বিশিষ্ট ইনসাফ কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।