জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর খালপাড়া এলাকায় একের এক পর এক প্রান্তিক কৃষকের জমির ফসল চুরি ও তছরুপ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই গ্রামের কেতি ফজলুর(৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় দিশেহারা আতঙ্কিত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী কৃষকের অভিযোগ সর্বশেষ মঙ্গলবার(১৩ জানুয়ারি) সকাল ৯ টার দিকে চুরি করে ক্ষেতের ভুট্টা কেটে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক হয়েছে অভিযুক্ত কেতি ফজলু।
অভিযোগ সূত্রে জানা যায়,মৃত দুলাল মন্ডলের ছেলে ভুক্তভোগী প্রান্তিক কৃষক ইয়াসিন আলীর সাথে তার একই গ্রামের মৃত নুরু মন্ডলের ছেলে কেতি ফজলুর (৫৫)দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলে আসছে। এর আগেও একাধিকবার অভিযোগকারী ইয়াসিন আলীর মাঠের ফসল নানাভা বে ক্ষতিগ্রস্ত করে আসছে অভিযুক্ত কেতি ফজলু।।
সর্বশেষ মঙ্গলবার সকাল ৯ টার দিকে শিংনগর বর্ডার মাঠে অবস্থিত ইয়াসিন আলীর ৩০ শতক জমিতে লাগানো ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা গাছ কেটে নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেন কৃষক ইয়াসিন আলী। অভিযোগ রয়েছে কেতি ফজলু তার গরু-ছাগলের খাবারের জন্য ভুট্টা গাছ চুরি করে কেটে নিয়ে যাওয়ার সময় ইয়াসিন আলী ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্ত কেতি ফজলু প্রকাশ্যে তাকে খুন ও জখম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিত ভাবে তাকে নিঃস্ব করার উদ্দেশ্যে বারবার মাঠের ফসল নষ্ট করে আসছে। এর ফলে তিনি বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ফসল উৎপাদন ও জীবিকা নির্বাহ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুস সামাদ এবং নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক মেম্বার আমিনুর রহমান বলেন,ঘটনার কথা শুনেছি। তবে বিষয়টি গ্রামে সালিস দরবার বর্তমান সময়ে সম্ভব না। থানা পুলিশ বিষয়টি তদন্ত করলে সব কিছুই পরিস্কার হয়ে যাবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে।