জীবননগরে বিজিবির অভিযানে ৩টি সোনার বারসহ মেদিনীপুরের মাহাবুল হোসেন আটক

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে তিনটি সোনার বারসহ মাহাবুল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গোয়ালপাড়ার সড়ক থেকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। মাহাবুল হোসেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন বেনীপুর বিওপির একটি বিশেষ টহলদল চ্যাংখালী-গোয়ালপাড়া সড়কের ’মেসার্স জাঁকাউল্লাহ ব্রিকস’নামক  ইটভাটার পূর্ব পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বেনীপুর বিওপির সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেল চালক মাহাবুল হোসেনকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিনটি সোনার বার উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত একটি লিভো ১২৫ সিসি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক আটককৃত মাহাবুল হোসেনকে জিজ্ঞাসাবাদে বিজিবির ধারণা,উদ্ধারকৃত সোনার বারগুলো অবৈধ ভাবে বহনের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। তবে সোনার প্রকৃত উৎস,গন্তব্য এবং এর সাথে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না,তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি আরও জানায়,আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকার পরিচালক মুন্সী এমদাদুর রহমান এক বার্তায় জানান,জব্দকৃত সোনার ওজন ৩৪৯.৪৯ গ্রাম,যার বর্তমান বাজার মুল্য ৬৭ লাখ ৪৪ হাজার ১২৫ টাকা।

 জীবনগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কোন লিখিত দেয়া হয়নি।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *