ঝিনাইদহ কালীগঞ্জে  ধানের শীষের প্রার্থীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য, কৃষকদল নেতাকে জরিমানা

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় কৃষক দলের এক নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত কৃষক দল নেতা মকসুদুল মোমিন কালীগন্জ উপজেলা কৃষকদের আহ্বায়ক। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য দেয়ায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক জানান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকসুদুল মোমিন একটি দোয়া মাহফিলে কালীগঞ্জ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের এক প্রার্থীকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি আমাদের নজরে এলে কৃষক দল নেতা মকসুদুল মোমিনকে ডেকে পাঠানো হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দায় স্বীকার করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, অভিযুক্ত মকসুদুল মোমিন নিজের ভুল বুঝতে পেরেছেন। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি আবেগের বশঃবর্তী হয়ে কিছুটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ ছাড়া তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। যে কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য প্রদানের দায়ে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত কৃষক দল নেতা মকসুদুল মোমিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকসুদুল মোমিন। বক্তব্যে তিনি কালীগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও চিত্র পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *