ঝিনাইদহ হরিনাকুন্ডুতে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র  বিতরণ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার রঘুনাথপুরে শীতের কাঁপুনি দূর করি, মানবতার উষ্ণতা ছড়িয়ে দিই স্লোগানকে সামনে রেখে আর এইচ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে দুই শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রথমিক বিদ্যালযয়ের খেলার মাঠে উপস্থিত দুই শতাধিক নারী, পুরষ ও শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, মান্দিয়া মডেল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন, রঘুনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাওকত মলসহ আর এইচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক ঝাক মানবিক যোদ্ধা।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকার প্রবাসি ও চাকুরিজীবীদের আর্থিক সহযোগিতায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে এবং সব সময় বিপদে থাকা মানুষের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *