মুক্তিযোদ্ধারা কাকে ভোট দেবেন সেটি সম্পূর্ণ তাদের গণতান্ত্রিক অধিকার
জীবননগর অফিস:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা কমান্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় দর্শনা শহরের শাপলা পার্কে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দামুড়হুদা উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুল আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দামুড়হুদা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন,মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে মুক্তিযোদ্ধাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন,মুক্তিযোদ্ধারা কাকে ভোট দেবেন, সেটি সম্পূর্ণ তাদের গণতান্ত্রিক অধিকার। আমার কাছে একজনমুক্তিযোদ্ধার পরিচয় শুধু মুক্তিযোদ্ধা তিনি কোনো দলের নন, তিনি এই দেশের সম্পদ।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন,আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি সমান সম্মান, অধিকার ও মর্যাদা নিশ্চিত করব।
মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন,আমরা অনেকেই জীবনে অনেক কিছু হতে পারি বা হতে পারবো, কিন্তু কখনোই একজন মুক্তিযোদ্ধা হতে পারবো না। মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার, আমাদের গর্ব।
এ সময় তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন,যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জীবননগর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা উপজেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি উৎসবমুখর, সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। একই সঙ্গে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় দামুড়হুদা ও দর্শনা এলাকার স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।