কোটচাঁদপুরে র‌্যাবের অভিযানে ২টি অস্ত্র উদ্ধার

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:–

ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে পৌর শহরের সলেমানপুর গ্রামের একটি বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উর্দ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী।
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সলেমানপুর গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ ক্যালিভারের একনালা বন্দুক এবং একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।  তবে র‌্যাবের কোম্পানি কমান্ডার জানান, উদ্ধার করা অস্ত্রগুলোর উৎস ও মালিক শনাক্তে তদন্ত চলমান আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা মনে করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন পক্ষ নাশকতামুলক কর্মকান্ড পরিচালনার জন্য অস্ত্র গুলো সংগ্রহ করতে পারেন। তবে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে,  এমন অভিযানে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *