আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) বিকেলে শৈলকুপা উপজেলার বৃত্তিদেবী রাজনগর বাজারে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, বিএনপি নেতা নিজামুল হক টিটন, লিটন মুন্সীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তারা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও জাতির এই সংকটকালে তাঁর সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে বিকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নিতে রাজনগর বাজারে জড়ো হতে থাকেন। পরে কোরআন খতম শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভ ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।