মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও জিরোলাইন পরিদর্শন

রিমন হোসেন,মহেশপুর প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও জিরোলাইন পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মহেশপুর উপজেলার চ্যাংখালী সীমান্ত এলাকায় ৬৪ নম্বর পিলারের কাছে এই অনুষ্ঠান হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি ও তাঁর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল

এবং বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার তাঁর ১২ জন স্টাফ অফিসারসহ।

সাক্ষাৎ শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রায় আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে জিরোলাইন পরিদর্শন করেন।

এসময় তারা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ, মাদকসহ সব ধরনের চোরাচালান দমন এবং যৌথভাবে সীমান্ত

অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উভয়পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা আরও সুসংহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *