কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উইমেন স্কলারশিপ বিতরণ

বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে হিরো উইমেন স্কলারশিপের এপ্রিল-জুন ২০২৫ কোয়াটারের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়ায় সুনিকেতন সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মশিয়ার রহমান,

সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা জামান, কোলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার বিশ্বাস,

চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন হোসেন এবং সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রোকেয়া খাতুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ।

উক্ত স্কলারশিপের আওতায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল পর্যায়ের ১৯ জন এবং কলেজ পর্যায়ের ২১ জন ছাত্রীকে বৃত্তির অর্থ প্রদান করা হয়।

স্কুল পর্যায়ে প্রতি ছাত্রীকে মাসিক ৪০০ টাকা এবং কলেজ পর্যায়ে প্রতি ছাত্রীকে মাসিক ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, জাপানি নারী হিরোকো কোবাইসির আর্থিক সহায়তায় ২০০৩ সাল থেকে কালীগঞ্জ উপজেলার ৫০ জন এবং পঞ্চগড় জেলার বোদা

উপজেলার ৫০ জন—মোট ১০০ জন মেধাবী ছাত্রীকে নিয়মিতভাবে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে আসছে।

এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মেয়েদের শিক্ষা জীবনে উৎসাহ ও সহায়তা প্রদান করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *