আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী চাকরি মেলা “জব ফেয়ার ২০২৫”।
কারিগরি ও তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন ও অভিজ্ঞ চাকরি প্রত্যাশীদের জন্য এই মেলা একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
বুধবার বেলা ১১টায় কলেজ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল,
মডার্ণ ফার্মাসিউটিক্যালস-এর প্রতিনিধি এবিএম জাহাঙ্গীর হোসেন, জিএম আলমগীর হোসেন, আইডিইবি ঝিনাইদহ শাখার সভাপতি ইয়াসিন আলী,
শৈলকুপা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সামায়ান হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।
মেলায় ঝিনাইদহের মোট ১১টি খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে—জোহান ড্রিম ভ্যালি, জোহান এগ্রা ফুড, সিও, সৃজনী ফাউন্ডেশন,
ওয়ালটন, এফএনএফ ফার্মাসিউটিক্যালস, সার্ফ এগ্রো,
ফ্রিডম অ্যাডভান্সমেন্ট, আয়ান এন্টারপ্রাইজ ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং।
চাকরি প্রত্যাশীরা সকাল থেকেই ভিড় করতে শুরু করেন মেলাপ্রাঙ্গণে। প্রতিষ্ঠানগুলোর স্টলে গিয়ে সরাসরি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে সিভি
জমা দেন তারা। অনেক প্রতিষ্ঠান ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র গ্রহণ করে।
মোবাইল সার্ভিসিং, অটোমোবাইল, ফার্ম মেশিনারী, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল,
আইটি ও ওয়েব ডেভেলপমেন্ট খাতে অধিক আবেদন জমা পড়ে।
সাধুহাটী থেকে আগত সাজমুস সাকিব জানান, তিনি অনার্সে অধ্যয়নরত অবস্থায় চাকরির খোঁজে এই মেলায় অংশ নিয়েছেন এবং তিনটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন।
কলেজের অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা জানান, “এই প্রতিষ্ঠানকে কারিগরি শিক্ষার মডেল হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বনির্ভর হয়েছেন, বিদেশে কর্মসংস্থানও পেয়েছেন।”
তিনি আরও জানান, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে প্রায় ৩০০ জন যুবক দক্ষতা অর্জন করে বিদেশে কর্মরত আছেন। সম্প্রতি ৪০ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি নিয়ে চীনে গেছেন।
আয়োজকদের মতে, দিনব্যাপী এ মেলায় প্রায় ১০ থেকে ১২ হাজার চাকরি প্রত্যাশী নিবন্ধন করেছেন।
এটি ঝিনাইদহ অঞ্চলের তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি স্থানীয় শিল্প-প্রতিষ্ঠানগুলোকেও উপযুক্ত জনবল সংগ্রহের সুযোগ করে দিয়েছে।