চৌগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৪

গঞ্জের খবর প্রতিবেদক:-

যশোর-চৌগাছা সড়কের রুলপাড়া এলাকায় সিএনজি ও ধানবোঝাই টলির মুখোমুখি সংঘর্ষে সেলিম রেজা রথি (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী সিএনজি যশোর থেকে চৌগাছার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে জগহাটি রুলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই টলির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সেলিম রেজা রথি নিহত হন এবং সিএনজিতে থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান,

“নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *