আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামে যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলার ক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃতরা হলো- ভুটিয়ারগাতী গ্রামের চান মুন্সির ছেলে সোহান ও মস্তফার ছেলে রাজা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদ্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহাগের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায়, একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র, রড ও হকিস্টিক ব্যবহার করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর আহত সোহাগকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং তার মাথায় ৮ থেকে ১০টি সেলাই পড়ে,
এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কাটা ও ছেঁড়া জখমের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পরপরই অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহাগ যৌথ বাহিনীর কাছে সুবিচারের আবেদন জানান।
তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী গভীর রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত সোহান ও রাজাকে গ্রেফতার করে।
পরবর্তীতে তাদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।
এই বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।