ঝিনাইদহে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গঞ্জেরখবর ডেস্ক:-

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা পরিষদের প্রধান নির্বাহী

কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

, ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,

পৌরসভা ও সেবা সংস্থাসমূহের প্রতিনিধি, কোরবানির পশুর হাট কমিটির সদস্যবৃন্দ ও

বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল ৭টায় শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড

কলেজের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে প্রাকৃতিক কারণে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রস্তুতিমূলক সভায় কোরবানির পশুর হাট কেন্দ্রিক যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ,

অনিয়ন্ত্রিত  আতশবাজি  ও পটকা  ব্যবহার  বন্ধ, কোরবানির পশু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়

রোধে মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, “পবিত্র ঈদ-উল-আযহা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি

গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি দপ্তর সমন্বিতভাবে কাজ করবে যেন নাগরিকদের কোনো ভোগান্তি না হয়।”

সভায় কোরবানির পশু ক্রয়-বিক্রয়,

হাট ব্যবস্থাপনা, ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ, কসাইদের প্রশিক্ষণ ও ভ্রাম্যমাণ টিমের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করা হয়।

প্রস্তুতিমূলক এই সভা ঈদের আগে সার্বিক নিরাপত্তা ও জনসেবার নিশ্চয়তার দিক থেকে

একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *