চুড়ামনকাটিতে ইজিবাইক চালক খুন: ছিনতাইয়ের শিকার হওয়ার আশঙ্কা, পরিবারে শোকের মাতম

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চুড়ামনকাটিতে ইজিবাইক চালক ডাবলু (৬৫)-এর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ডাবলু ঝাউদিয়া গ্রামের বাসিন্দা ও মৃত আমজাদ হোসেনের ছেলে। তার নির্মম হত্যাকাণ্ডে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাবলু প্রতিদিনের মতো শনিবার সকালেও ইজিবাইক চালানোর উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। তবে দিন শেষে তিনি আর বাড়ি

ফেরেননি। পরে চুড়ামনকাটি বাজারের অদূরে ব্র্যাক অফিসের কাছাকাছি একটি স্থানে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

স্থানীয়দের ধারণা, ডাবলু ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে।

তবে পুলিশ এখনও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হই।

ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।”

এদিকে নিহত ডাবলু পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী, সন্তান ও স্বজনরা

দিশেহারা হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা ডাবলুর হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ডাবলু একজন শান্তিপ্রিয় ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার সঙ্গে এলাকায় কারো কোনো বিরোধ ছিল না।

এমন একজন নিরীহ ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *