জীবননগর অফিস :-
ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের উদ্যোগচু য়াডাঙ্গার জীবননগরে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,
নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।
রোববার (২৫ মে) সকাল ৯টায় জীবননগর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে
এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী
মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল আহমেদস হ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের পর এক বর্ণাঢ্য র্যালি জীবননগর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় নাগরিক ও সুধীজনেরা।
এই ভূমি মেলায় ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান ও মৌজা মানচিত্র সংগ্রহসহ বিভিন্ন সেবা
প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে জনগণের মধ্যে ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই এই মেলার মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, মেলায় আগত সাধারণ মানুষ ভূমি সেবা বিষয়ে সরাসরি জানতে পারছেন
এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সেবা গ্রহণ করতে পারছেন সহজভাবে।
এছাড়া ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের বিষয়েও তথ্য জানানো হ৮চ্ছে।
ভূমি মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তিন দিনব্যাপী এই আয়োজনে ভূমি সংক্রান্ত যেকোনো
সেবা ও পরামর্শ নিতে আগ্রহীদের মেলায় আসার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।