কুড়িগ্রামে দ্রুতগতির ট্রাকচাপায় পথচারীর মর্মান্তিক মৃত্যু

বিশেষ  প্রতিনিধি:

কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্বপ্রান্তে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় হুমায়ুন কবির (৪৫) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মৃত নাজিমুদ্দিন সরকারের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন কৃষক এবং তিন সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির প্রতিদিনের মতো বাজার শেষে বাড়ি

ফেরার পথে ধরলা ব্রিজের পূর্ব পাশে সড়ক পার হচ্ছিলেন। এ সময় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা

কুড়িগ্রামগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে প্রাণ হারান।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে ঘাতক ট্রাকটিকে আটক করে এবং চালকসহ

কুড়িগ্রাম সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালককে হেফাজতে

নেয়। নিহতের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে

বলেন, “দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ

প্রক্রিয়াধীন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলার প্রস্তুতি নেওয়া হবে।”

এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা বলেন, কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কটি অনেকাংশেই সরু ও অপ্রশস্ত, এবং সড়কটিতে

অসচেতনভাবে চালানো যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে।

দ্রুতগামী যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ এবং সড়ক পারাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *