সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
যশোর: দেশের স্থানীয় গণমাধ্যম অঙ্গনের প্রিয় মুখ, দৈনিক ‘গ্রামের কাগজ’-এর জীবন্ত কলম
সৈনিক সাংবাদিক এস. এম. ইসহাক আলী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) বিকালে নিজ বাড়িতে হঠাৎ করে শ্বাসকষ্টসহ
শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে যশোর শহরের আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তবে সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার (২৪ জুন) সকালে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত
চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ইসহাক আলীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মীরা। দৈনিক গ্রামের
কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন এবং পরিবারের পাশে রয়েছেন বলেও জানা গেছে।
এদিকে ইসহাক আলীর আশু সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশজুড়ে
সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দোয়ার আহ্বান জানানো হচ্ছে।
মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ এবং ইসহাক আলীর
দীর্ঘদিনের সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনায় একাত্মতা প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধু, সহকর্মী ও পরিচিতজনের প্রতি ইসহাক ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে।
সাংবাদিক ইসহাক আলী দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জনপদের সংবাদ তুলে ধরে স্থানীয় গণমাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন।
তার দ্রুত সুস্থতা কামনা করি এবং আল্লাহ যেন তাকে অতি দ্রুত সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন—এই প্রার্থনা করি আমরা সকলে।