নিউইয়র্ক সিটি কাউন্সিলে আবারও বিজয়ী ফটিকছড়ির কন্যা শাহানা হানিফ বাংলাদেশি ও মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়া শাহানার দ্বিতীয় মেয়াদে জয়ের উল্লাস

গঞ্জেরখবর ডেস্ক:-

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে আবারও ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত

মার্কিন নাগরিক শাহানা হানিফ। ব্রুকলিনের ৩৯ নম্বর ওয়ার্ড থেকে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর হিসেবে

নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করলেন–তৃণমূল রাজনীতি, নীতিনিষ্ঠতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা এখনো সাফল্যের প্রধান চাবিকাঠি।

শাহানা হানিফ তার ইহুদি প্রতিদ্বন্দ্বী মায়া কর্নবার্গকে বিপুল ব্যবধানে পরাজিত করে মোট ৭০ শতাংশেরও

বেশি ভোট পেয়ে বিজয়ী হন। ২০২১ সালে প্রথমবার নির্বাচিত হয়ে তিনি হয়ে উঠেছিলেন নিউইয়র্ক সিটির

ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম হিজাবি ও প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর।

তৃণমূল আন্দোলন থেকে জনপ্রতিনিধিত্বে উত্থান

নির্বাচনী প্রচারণায় শাহানার মূল অঙ্গীকার ছিল সাশ্রয়ী আবাসন,

অভিবাসী অধিকার, জনস্বাস্থ্য ব্যবস্থা সংস্কার এবং পুলিশি জবাবদিহিতা। কোভিড-১৯ পরবর্তী নিউইয়র্কে

এসব ইস্যু ছিল জনমানুষের নিত্যদিনের বাস্তবতা। প্রতিপক্ষদের বিপুল অর্থ ও কর্পোরেট সমর্থন

থাকলেও শাহানার পাশে ছিল তরুণ স্বেচ্ছাসেবক, ছোট অনুদানদাতা ও সংখ্যালঘু অভিবাসী সম্প্রদায়ের নিঃস্বার্থ ভালোবাসা।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, “শাহানার বিজয় ব্রুকলিনের রাজনীতিতে একটি

প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক ধারার সূচনা করেছে।”

শিকড়ের টান: চট্টগ্রামের ফটিকছড়ি

শাহানা হানিফের পারিবারিক শিকড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট

পৌরসভার মনসুর গোমস্তার বাড়িতে। তার পিতা মোহাম্মদ হানিফ চট্টগ্রাম সমিতি ইউএসএর সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান। ১৯৮০ সালে

হানিফ পরিবার যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। বর্তমানে তারা নিউইয়র্ক শহরের কেনসিংটনে বসবাস করেন।

তিন ভাইবোনের মধ্যে শাহানা সবার বড়। তিনি সমাজবিজ্ঞান ও নারী অধিকারে উচ্চশিক্ষা গ্রহণ

করেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবন থেকেই নারীর অধিকার, সামাজিক ন্যায্যতা এবং

অভিবাসীদের প্রশ্নে তার রাজনৈতিক বোধের বিকাশ ঘটে।

ভবিষ্যতের লক্ষ্য: “নিউইয়র্ককে সবার শহর বানাতে চাই”

নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক বক্তব্যে শাহানা বলেন,“আমরা এমন এক নিউইয়র্ক গড়তে চাই,

যেখানে মধ্যবিত্ত পরিবারগুলো থাকার জায়গা খুঁজে পাবে, শিশুরা পাবলিক চাইল্ড কেয়ারে বেড়ে উঠবে,

এবং সকলের জন্য শহরটি বাসযোগ্য হবে। আমার লড়াই চলবে প্রতিটি নিপীড়িত মানুষের অধিকারের জন্য।”

অভিনন্দনে মুখর ফটিকছড়ি: শাহানার বিজয়ে আনন্দে ভাসছে চট্টগ্রামের ফটিকছড়ি। উপজেলা

নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ফটিকছড়িবাসীর শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ার বইছে।

প্রোফাইল: শাহানা হানিফ,পদবি: কাউন্সিলর, নিউইয়র্ক সিটি কাউন্সিল (ডিস্ট্রিক্ট–৩৯),নাগরিকত্ব:

যুক্তরাষ্ট্র,মূল শিকড়: নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম,শিক্ষা: ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, কানাডা

(সমাজবিজ্ঞান ও নারী অধিকার),প্রথমবার নির্বাচিত: ২০২১,দ্বিতীয়বার নির্বাচিত: ২০২5,প্রথম মুসলিম ও

বাংলাদেশি নারী হিসেবে নিউইয়র্ক কাউন্সিলে নির্বাচিত শাহানা হানিফের এই অর্জন শুধু প্রবাসী

বাংলাদেশিদের জন্য নয়, বরং গোটা জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। তাঁর নেতৃত্বে নিউইয়র্কের

বৈচিত্র্যময় সমাজের অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হবে বলে প্রত্যাশা সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *