শৈলকুপায় জমি বিরোধে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, অবরুদ্ধ একটি পরিবার

গঞ্জেরখবর প্রতিনিধি:-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের

চলাচলের রাস্তা কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরিবারটি

চরমভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ছোট মৌকুড়ী গ্রামে।

ভুক্তভোগী মাহমুদা খাতুন জানান, শুক্রবার (২৭ জুন) সকালে প্রতিবেশী ভাদু মণ্ডলের ছেলে

মানিক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ (রামদা, চাইনিজ কুড়াল ইত্যাদি) তার বসতবাড়ির সামনের

চলাচলের পথ দখল করে লোহার পিলার পুঁতে কাঁটাতারের বেড়া দেন। এতে তার পরিবারের

স্বাভাবিক যাতায়াত বন্ধ হয়ে যায়। পরিবারটির সদস্যরা ঘর থেকে বের হয়ে চিকিৎসা, বাজার

কিংবা প্রয়োজনীয় কাজেও যেতে পারছেন না। এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মাহমুদা খাতুন জানান, “দীর্ঘদিন ধরে প্রতিবেশী মানিকের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ

চলছিল। কয়েকবার গ্রাম্য সালিশ হলেও তারা কোনো সিদ্ধান্ত মানেনি। কিছুদিনের মধ্যেই স্থানীয়

জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে আবারো বৈঠকের প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই আমাদের

ভোগদখলীয় জমির রাস্তা ঘিরে ফেলেছে এবং বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে।”

তিনি আরও বলেন,আমরা বাধা দিতে গেলে তারা গালিগালাজ করে, হুমকি দেয় এবং মারধরের

জন্য তেড়ে আসে। আমার পরিবারের সদস্যদের নিয়ে এখন ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে।

আমি শৈলকুপা থানা এবং স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছি।

আমরা প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মানিকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা

হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “একটি পরিবারের

চলাচলের পথ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি জমিজমা

সংক্রান্ত বিরোধের সঙ্গে জড়িত। আমরা তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে

বিরোধ চলছিল, তবে সরাসরি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া একেবারে অমানবিক। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *