শিক্ষক নিবন্ধনে জাতীয় মেধাতালিকায় প্রথম কোটচাঁদপুরের আহসান

গঞ্জেরখবর ডেস্ক:-

১৮তম  শিক্ষক  নিবন্ধন  (NTRCA)  পরীক্ষায় কলেজ পর্যায়ে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান

অর্জন করে ইতিহাস গড়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের

আহসান হাবীব। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অংশগ্রহণ করে এ অসাধারণ কৃতিত্ব অর্জন করেন।

আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী

ছিলেন। তার বাবা মো. মুক্তার হোসেন একজন কৃষক। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা ও

অধ্যবসায় দিয়ে নিজের পথ তৈরি করেছেন আহসান।

তিনি ২০১৫ সালে বলুহরের শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং

২০১৭ সালে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ থেকে এইচএসসি পাস করেন।

এরপর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয় জীবনে নিয়মিত অধ্যয়ন ও কঠোর প্রস্তুতির মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন তিনি।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা যায়, কলেজ পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের

পরীক্ষার্থীদের মধ্যে আহসান হাবীব সারাদেশে প্রথম হয়েছেন। তার এই অর্জনে শুধু পরিবার নয়,

রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিক্ষক সমাজ এবং ঝিনাইদহবাসী গর্বিত।

এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার উঠেছে। অনেকেই তার সাফল্যকে “সম্ভাবনার প্রতীক” হিসেবে দেখছেন।

আহসান হাবীব বলেন,“পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই সামনে দাঁড়াতে পারে না।

আমি ধন্য আমার পরিবার, শিক্ষক ও বন্ধুদের প্রতি, যারা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন।”

আহসানের এই অনন্য অর্জন প্রমাণ করেছে—স্বপ্ন, মেধা ও অধ্যবসায়ের সমন্বয়ে যেকোনো

সাফল্য অর্জন সম্ভব। তার সাফল্য নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *