আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামে সরকারি রাস্তা জবরদখল করে প্রাচীর নির্মাণের
অভিযোগ উঠেছে। ওই গ্রামের মৃত মনসুর মন্ডলের ছেলে মন্টু মন্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত বছরের জুন মাসে রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ
করেন। ওই ঘটনায় স্থানীয় গ্রামবাসী মধুহাটি ইউনিয়ন পরিষদ ও সদর উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ দিলেও এখনও পর্যন্ত কোনো সমাধান মেলেনি।
উল্টো অভিযোগকারী গ্রামবাসীকে নানা ভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে প্রভাবশালী মন্টু মিয়া।
জানা গেছে, সদর উপজেলার বাজার গোপালপুর মৌজার ২৯৩৯ দাগ নম্বরে সরকারি রাস্তা রয়েছে।
ওই রাস্তার ব্যবহারযোগ্য ৯ ফুট জায়গা জবর দখল করেন বাজার গোপালপুর গ্রামের মন্টু মিয়া।
তার ছোট ভাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার সুবাদে প্রভাব খাটিয়ে তিনি ওই রাস্তা
দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেন। প্রাচীর ঘেঁষে বানিয়েছেন গরুর গোয়াল।
সরকারি রাস্তা ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্যে দখলের ঘটনায় স্থানীয় এলাকাবাসী মধুহাটি ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেয়।
ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন অভিযোগ পেয়ে একাধিকবার সালিশ আহ্বান করেন। কিন্তু ইউনিয়ন পরিষদের সালিশ অমান্য করে রাস্তা দখলে রাখেন মন্টু মিয়া।
পরে এ নিয়ে মন্টু মিয়া ও গ্রামবাসী মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে গ্রামবাসীর অভিযোগের সত্যতা
পেয়ে গত ২৮ এপ্রিল এলাকাবাসীর পক্ষে ও প্রাচীর অপসারণের নির্দেশনা দিয়ে প্রত্যায়নপত্র দেন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন।
ইউনিয়ন পরিষদের সালিশ বৈঠক ও ইউএনও অফিসে অভিযোগ দিয়ে সমাধান পায়নি এলাকাবাসী।
পরে এলাকাবাসীর পক্ষে তরিকুল ইসলাম, লাল্টু মিয়া, ঠান্ডু মিয়া, আশরাফুল ইসলাম সহ ৯/১০ জন সদর
উপজেলা নির্বাহী অফিসে গত বছরের ২৯ জুলাই লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ পেয়ে
ঝিনাইদহ এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার ইখতিয়ার
উদ্দিন সরেজমিন পরিদর্শন করেন এবং ৯ ফুট রাস্তা দখলের সত্যতা পেয়ে ইউএনও অফিসে প্রতিবেদন জমা দেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী মঙ্গলবার জানান, তিনি রাষ্ট্রীয় কাজে
ব্যস্ত থাকার কারণে গোপালপুর পশ্চিমপাড়া গ্রামে সরকারি রাস্তার ওপর নির্মিত প্রাচীর অপসারণ করতে পারেননি।
দ্রুতই রাস্তার ওপরে থাকা প্রাচীর অপসারণ করা হবে বলে তিনি অভিযোগকারীদের আশ্বস্ত করেন।