জীবননগর বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের

মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে আফজাল হোসেন ফাউন্ডেশন। শিক্ষা সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার(১ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে এ স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহাজান আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল খালেক, সুমন হোসেন মিয়া,যুবদল নেতা রাজা মালিতা প্রমুখ। প্রধান অতিথি শাহজাহান আলী বলেন,তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং বলেন,সুশিক্ষাই জাতির মেরুদণ্ড।

মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ফাউন্ডেশনের কাজ সত্যিই প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল হোসেন ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দ এবং বাঁকা

ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে

এবং প্রতিটি দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াতে কাজ করে যাবে ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের

মাঝে ছিল উৎসাহ ও আনন্দের ছাপ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুল হামিদ, যিনি তার সুচারু উপস্থাপনায় পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

উল্লেখ্য,আফজাল হোসেন ফাউন্ডেশন, স্থানীয়ভাবে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে

আসছে। শিক্ষা, স্বাস্থ্য ও দরিদ্র সহায়তার ক্ষেত্রে এই ফাউন্ডেশন ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *