জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি)-এর
মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত
রাত ১২টা ৩০ মিনিটে অভিযানটি চালায় ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি টহল দল।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের নেতৃত্ব দেন নায়েক মো. রুহুল আমিন। গয়েশপুর বিওপির
আওতাধীন সীমান্ত এলাকার ৬৮/৪-এস আন্তর্জাতিক পিলার থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের
অভ্যন্তরে, সোনা মিয়া নামে এক ব্যক্তির আমবাগানে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় টহল জোরদার করলে একপর্যায়ে
সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে তারা এলাকাটি ঘিরে ফেলেন এবং তল্লাশি চালান।
তবে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭
বোতল ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য সরকারি নীতিমালা অনুযায়ী যথাযথ
প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অভিযানের বিষয়ে নিশ্চিত করেন মুন্সী ইমদাদুর রহমান,সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার),মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবির একজন কর্মকর্তা বলেন, মাদকদ্রব্য দেশের জন্য একটি মারাত্মক হুমকি। সীমান্তবর্তী এলাকায়
বিজিবি নিয়মিতভাবে মাদক পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করছে।
ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সীমান্ত এলাকায় বিজিবির এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
তারা সীমান্তে মাদক চোরাচালান রোধে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানান।