জীবননগরে ভোক্তা অধিদপ্তরের অভিযান একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

 

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গা-জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মুড়ি তৈরি করার অপরাধে একটি প্রতিষ্ঠানে ৫০হাজার জরিমানা প্রদান করেছে। গতকাল রবিবার দুপুর ১২টার সময় জীবননগর পৌর শহরের ইসলামপুর গ্রামে অবস্থিত মেসার্স সরকার ট্রের্ডাসে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মুড়ি  তৈরি করার অপরাধে ,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৩৭ ও ৪৩  ধারায় মেসার্স সরকার ট্রেডার্সের মালিক মোঃ নাজমুস সাকিবকে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করেন ।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার  সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা স্বাস্থ্য হাসপাতালের স্যানেটারি ইন্সেপেক্টর আনিসুর রহমান ।অভিযান শেষে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিন্মমানের লবন পানি দিয়ে ধ্বংশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *