আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
শৈলকুপায় মানবিক উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন
“শৈলকুপা স্বপ্নবাজ” ফাউন্ডেশন-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ি গ্রামে অবস্থিত
হযরত আবু হুরাইরা (রাঃ) নুরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং-এর এতিম ও দুঃস্থ
শিক্ষার্থীদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করে সংগঠনটি।
উক্ত আয়োজনে সংগঠনের সদস্যরা মাদ্রাসার প্রায় পঞ্চাশজন কোমলমতি ছাত্রের সঙ্গে একত্রে
মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। শুধু ভোজেই সীমাবদ্ধ থাকেনি আয়োজন—মাদ্রাসায় সুপেয়
পানির সংকট দূর করতে সাব-মার্সেবল পাম্প স্থাপন করে দিয়েছেন “শৈলকুপা স্বপ্নবাজ”
ফাউন্ডেশনের সদস্যরা, যা শিক্ষার্থীদের জন্য এক অনন্য উপহার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হাবিবুর রহমান ফারুকী, সংগঠনের
প্রতিষ্ঠাতা ও পরিচালক শামীম হোসেন, সদস্য জিহাদ হোসেন, সোহেল তানভীর, নাজমুল হাসানসহ
সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যরা। সকলে মিলে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেন।
সিঙ্গাপুর প্রবাসী নাসিরুজ্জামান জোহানের একান্ত প্রচেষ্টা, পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনায় গড়ে ওঠা
এই সংগঠনটি অল্প সময়েই এলাকায় মানবিক সহায়তা কার্যক্রমে ব্যাপক সাড়া ফেলেছে।
ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত-অসহায় পরিবারকে অর্থনৈতিক সহায়তা,জরুরি
চিকিৎসা সহায়তা,রক্তদানের আয়োজন,ছোট
পরিসরে কর্মসংস্থান প্রকল্প,সহ একাধিক সামাজিক ও কল্যাণমুখী কর্মসূচি পরিচালনা করে আসছে।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “শৈলকুপা স্বপ্নবাজ” ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক
উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে চায়। এই লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করা হয়।
মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের এমন মানবিক বর্ষপূর্তির আয়োজন শুধু উদাহরণ নয়—এটি শৈলকুপার
সামাজিক সংগঠনগুলোর জন্য একটি অনুকরণীয় পথও বটে। “শৈলকুপা স্বপ্নবাজ” ফাউন্ডেশন তাদের
কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন