আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় রান্নাঘরের বটি ঘাড়ে পড়ে সাইম (২) নামে এক শিশুর মর্মান্তিকমৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইম সততা প্রিন্টিং প্রেসের মালিক মনিরুল ইসলাম আসিফের একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন।
কিছুক্ষণ পর রান্নার কাজ রেখে বটিটি র্যাকের উপর রেখে তিনি অন্য ঘরে যান। এ সময় সাইম খেলার
ছলে বটিতে হাত দিতে গিয়ে র্যাকের উপর থেকে সেটি তার ঘাড়ে পড়ে যায়। এতে গলায় গভীর আঘাতপ্রাপ্ত হয় সে।
পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে শিশুটিকে
ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, ঘাড়ের রগ কেটে
যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়।
শিশুর পিতা মনিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে
বলেন, “সকালে ছেলের জন্য চিপস, চকলেট আর জুস কিনে দিয়ে প্রতিষ্ঠানে গিয়েছিলাম। দুপুরে স্ত্রী
ফোন করে জানায়, সাইম আর নেই। আমি বাকরুদ্ধ হয়ে পড়ি এবং দৌড়ে হাসপাতালে ছুটে যাই।
ডাক্তাররা জানালেন, তারা তাকে বাঁচাতে পারেননি। আমি সাইমের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চাই।”